সূর্য বলে পৃথ্বীটারে,"ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি চুপি চুপি।"
লজ্জা রাঙা পৃথিবী বলে ;"চুপ করেই
থাকি; শুধু সূর্যে ছুঁই না আমি।"
পূবের আকাশ রাঙা করে
সূর্য যখন ওঠে ;
লোকে বলে অন্ধকারে ঘুমায় সূর্য
অজানা কোন দেশে।
লজ্জা রাঙা পৃথ্বী যখন
হঠাৎ জেগে ওঠে ;
সূর্য তখন দিবস বাতি জ্বালিয়ে
দিয়ে নিজেই ওঠে পড়ে।
সূর্য বলে,"আমার তাপে
বিশ্ব পুড়ে যায় ;
তাই ভালোবাসার রাণী পৃথ্বী
আমায় ভুলে যায়।
দূর হতে ভালোবাসি আমি
কাছে যাবার সাধ‍্য নাই ;
বক্ষে থাকে ভালোবাসা
অপারগ আমি মনে তাই।"