রাত ছিল নিঝুম
পৃথিবীর চোখে ঘুম
শুধু হাওয়ার দাপটে
গাছেরা মাথা দোলায় ;
সেই গা ছমছম অন্ধকারে
ফেউ ডাকে বারে বারে;
কত সরীসৃপ ঘুরে বেড়ায়।
সেই রাতে নৌকা চলেছে
কিসের খোঁজে সে ত রহস‍্যভরা
চলতে চলতে নদীর ঘাটে
করল নোঙ্গর সে যে অনামিকা।
যাত্রীদল কোথা গেল
তারপর কি যেন হলো
সবই ছিল রহস্যে ঢাকা
কেউ ত জানল না।
শোনা গেল সেই রাত্তিরে
বিপ্লবীরা দল বেঁধে
লুট করল জমিদার বাড়ি।
ওদের ত অস্ত্র নাই
ইংরাজদের সাথে হচ্ছে লড়াই
অত‍্যাচারী জমিদারেরা
ওদের লক্ষ্য তাই।
(ক্রমশ---)