ঊর্ধ্বে উড়িছে স্বদেশী পতাকা
ব্রিটিশ পতাকা জ্বালিয়ে দেয়;
মাষ্টারদা! মাষ্টারদা সূর্য সেন
স্বাধীন করল চাটগাঁয়।
ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠন করে
দেশের বিপ্লবীদের পৌঁছায়।
চারদিন স্বাধীন ছিল চাটগাঁ
মাষ্টারদার বাহিনী ছিল না পরাজিত
সর্বাধিনায়ক সূর্য সেন হয়নি অবনত।
ব্রিটিশ আনল অতি বড়ো ফৌজ
বিপ্লবীরা লুকিয়ে গেল ;
মাষ্টারদার সেনা ছদ্মবেশে
গেরিলা যুদ্ধ শুরু করল।
তিন বছর গেরিলা যুদ্ধ চলল
কিন্তু বিশ্বাস ঘাতক
নেত্র সেন ছলনা করল  
।অত‍্যাচারের পরে অর্ধমৃত
মাষ্টারদাকে ফাঁসিতে চড়াল।
কাঁদল ভারতমাতা কাঁদে দেশবাসী
বিশ্বের এক মহান বীর
সূর্য সেন হলো অনন্তবাসী।