রাতের আঁধার ফিঁকে হয়ে এল
ঘুমন্ত পাখিরা দূরে জেগে  উঠল;
সুন্দর পৃথিবীর ভগ্নাংশ গোচরে এল
শুভ আর কবিতা লং টুরে বেরিয়ে পড়ল।
তখন সুন্দর হিমেল হাওয়া বইছিল
গাড়ির রেডিওতে গান বাজছিল
আঁধারের পর্দা ঠেলে সূর্য এলো।
গাড়ির দুপাশে রাস্তার ধারে
গাছগুলো উল্টোদিকে দ‍ৌড়াচ্ছিল
শূন্য জনপথ শূন্য রাস্তা
শুভর গাড়ি তীব্র গতিতে ধাইল।
কবিতা হাসিতে উচ্ছল হল
যেন খুশির মালিকা প্রস্ফুটিত হল
শীতের হাওয়া সম্ভাষণ করল
সেই সঙ্গে ওরা নাচল গাইল।
আনন্দ ওদের শিরায় শিরায়
উদ্দাম হল;
তারপর ওরা কামনা বাসনার
শিকার হল।
যখন শুভ এয়ারপোর্টে রওনা হল
তখন কবিতা ঘরে ফিরে এল।
দিনের পর দিন গেল খবর এল না ;
ব‍্যবসার ফাঁকে শুভ  সময় পেল না।
কবিতা খুব উৎকণ্ঠিত হল সময় কাটে না;
একদিন কোথায় চলে গেল
কেউ জানে না