জীবন তরঙ্গ বয়ে যায়
কখনও ওপরে কখনও নীচে
এইমত লহরায়।
জীবন কখনও সুখে থাকে
কখনও বা অতি দুঃখে;
চলার গতি কখনও তীব্র
কখনও বা শ্লথ চলে।
নবীন জীবন মস্ত যৌবন
দুর্বল তারা হয় না ;
তাই ধায় পবনের বেগে
পরাজয়ের কথা ভাবে না।
যত দিন যায় বয়স বেড়ে যায়
শ্লথগতি হয়ে যায় ;
এই নিয়মে জগত চলে
বিধির বিধান রোকা যায় না।
সমুদ্রের ডাক আসলে পরে
ফেরা আর হয় না
জীবন তখন মহাশূন‍্যে মিলায়
কার ডাকে বোঝা যায় না।