তরী হেথা বাঁধব না ক
এই ঘাটে,
চলতে চলতে সোজা পথে
যাব আমি উজান স্রোতে।
সাঁঝের বাতি জ্বলার আগে
করব নোঙর কোন অজানাতে।
চলছে আমার ছোট্ট তরী
যাব কোন অচিনপুরী
চলতে চলতে মাঝ দরিয়ায়
উঠবে ঝড় প্রবল বেগে;
তরীখানি টলোমলো
এই বুঝি যায় জলে শেষে।
বড় বড় উঠবে ঢেউ
পাগল হাওয়া মাতলে পরে ;
ঢেউয়ের মাথায় ছোট্ট তরী
লাগবে যেন কোন ডুবন্ত পরী।
ঝড় তুফান থামলে পরে
নদী আবার শান্ত হবে ;
জীবন তরী চলবে তখন
অনুকূল হাওয়ায় পাল লাগবে।