তোমাকে কি ভলোবাসি?
মন যেন অস্বীকার করে
হৃদয় তবু ভালোবসে;
কোনটা সত‍্যি বুঝি না
তোমার কথা আমি জানিনা।
সেপ্টেম্বরের ঝকঝকে দিনে
দেখা হলো তোমা' সনে;
আকাশে পুঞ্জিভূত সাদা সাদা
মেঘ দেখা দিল
ও ত তোমার কথা বলল;
সে ভাষা বুঝি নাই
কোনো কিছু ভাবি নাই
মন তবু তোমার কথা বলল।
সকালে সূর্যের রঙে
পাখিদের কলরবে
সকলে ব‍্যস্ত হয়ে পড়ল।
সন্ধ‍্যাতে  নদীর ধারে
টলটলে জলের বাহারিতে;
জলের মধ্যে তোমার ছায়া
দেখা গেল।