তোমায় চাইনি আমি
তবু তোমায় ভালোবেসেছি ;
অসম বন্ধু আমার
তোমায় মনে রেখেছি।
তোমার ওই মিষ্টি গানে
আমায় যেন মাতাল করে ;
হঠাৎ এই ভালোবাসায়
স্বর্গ এল আমার মনে।
তোমার গানের সুরে সুরে
পেখম মেলে ময়ূর নাচে;
শরীরের অনেক দূরে
স্বগীয় ভাব আনল কাছে।
মনে হল ঝনক ঝনক
বাজছে পায়েল;
ইন্দ্রসভার ইন্দ্রপুরে
সেখানে গাইছ তুমি
গাইছ যেন নতুন রাগে।
ভাববিহ্বল তখন আমি
সাবাসী দিই কণ্ঠ ভরে।
যখন সে গানের শেষ হল
বিষাদ এল হৃদয় জুড়ে।
জানি তুমি আর আসবে না
ও গান কেউ গাইবে না ;
তবুও থাকবে মনে
দুঃখ ভরা বিষাদের দিনে