আমি তোমায় খুঁজি
এই সংসারে আপন মনে ;
নতুন জীবন আসবে
ভাবি যুগের পরে।
যুগের পরে যুগ কেটে যায়
গ্রহ হতে গ্রহে চলে যাই;
বিশ্বভুবন খুঁজে বেড়াই
তোমায় নাহি পাই।
এই বিশ্ব চরাচরে
তোমার সুরে গান করে ;
তোমার খোঁজে আমরা সবাই
ঘুরে বেড়াই জন্ম জন্মান্তরে।
চন্দ্র সূর্য গ্রহ তারা
তোমার প্রেমে মাতোয়ারা;
তবুও ত দাও না ধরা
তোমার খেলা সৃষ্টিছাড়া
জানি তোমার খেলা ভাঙা গড়া।
একদিন এই খেলার শেষ হবে
প্রলয় আসবে ঝঞ্ঝা সাথে;
সূর্য তারা ফেটে যাবে
তখনও কি তোমার খেলা চলবে?
তখন আমাদের খোঁজার পালা
শেষ কি হবে?
আত্মায় কি মিশে যাবে মুক্ত ধারা?