নিশীথ রাতে এলো ঝড়
প্রবল বেগে;
যেন ধ্বংসনিশান এল
তারই সাথে।
অন্ধকারে রইনু চেয়ে।
ঝড় যে এতো প্রবল হবে
কেউ তা জানে না;
দুর্যোগ আসে যখন
কিছুই মানে না।
ঘর যে আমার বিধ্বস্ত হলো
ছাদের চিহ্ন নেই ;
তার সাথে এল প্রবল বৃষ্টি
সাথীরা কোথাও নেই।
আশে পাশে হলো ধ্বংস তুফান
চার মিনিটের ঘূর্ণিঝড়ে
লক্ষ লক্ষ টাকার ক্ষতির পরে
শান্তির রূপ ধরে।
শুরু হলো হাহাকার
চারিদিকে উঠল রোদন ধ্বনি
কেউ নেই রক্ষা করিবার।
প্রকৃতির এই রুদ্র রূপ
কেউ দেখেনি আগে ;
এই ক্ষয় ক্ষতি হয়নি কখনও
এই যন্ত্রণা সইবে কি করে।