জীবন জোড়া তৃষ্ণা আমার
তৃষ্ণা পলে পলে;
এ তৃষ্ণার ত না হয় শেষ
হয় না কোনো কালে।
মরুপথের যাত্রী আমি
চাতকের মত উড়ি;
জলের খোঁজে ফিরি আমি
জলের খোঁজে চলি।
এ তৃষ্ণা মোর হল না শেষ
আকাঙ্ক্ষা বেড়ে যায় ;
সন্তোষ কেন আসে না মনে
মন চঞ্চল হয়।
সীমার মাঝে থাকি আমি
অসম্ভবের করি না কল্পনা ;
তৃষ্ণা তবু জ্বালায় আমায়
মরীচিকায় নেই জলের ঠিকানা।