ফুলের বনে মধু খেতে
ভ্রমরের খেলা
তুই যাসনে সেখানে ;
একা ভ্রমর রক্ষা করে
নিজের ঘরের পাল্লা
হাজার ভ্রমর আসে সেথায়
তুই যাসনে সেখানে।
ভ্রমর কামড়ালে বড়ই জ্বালা
হুল ত বেরোয় না
আগুনের মত জ্বলে যায়
ডাক্তার ডেকে চিড়ফাড় করতে হয়
মরণজ্বালার অন্ত যে নাই
তুই যাসনে সেখানে
ভীমরুলের চাকে ঢিল মারলে
ফেরা ভারী মুসকিল হবে
যাবার রাস্তা পাবি না যে
তুই যাসনে সেখানে।
তেমনি পাপের জ্বালায়
জড়িয়ে গেলে
হবে বিষম জ্বালা
তুই যাসনে সেখানে।
পাপের রাস্তায় চমক থাকে
মিথ্যে লোভে যায় অনেকে
সে সুখ এক মরীচিকা
কিছুই রবে না।
লোভের বশে অনেকে যায়
মনের সুখে ধন লুটায়
পরে আখের যে তোর লুটিয়ে যাবে
কিছুই পাবে না
তাই মনের ভুলে মনের ভুলে
পাপে জড়ায়ও না।
ও তুই যাসনে সেখানে।