কেন চুপি চুপি আস আঁধার রাতে ;
বিশ্ব তখন সুপ্তিমগন অপার বেদনাতে।য়
কর্মহীন দিবস যায় কিসের প্রেরণাতে;
কার অপেক্ষায় বসে থাকি যখন সূর্য
ডোবে।
সে ত তুমি,তোমায় পাব বলে বসে
থাকি দিবস গেলে;
আঁধারের গুজ্ঞনে অশান্ত রাতে
খুশী হই তোমায় পেলে।
যে জীবনে তুমি ছিলে সাথে,
সে জীবন আমার ধন‍্য হল;
মরণ এসে ডেকে নিল,তবু মন কি
তোমায় হারাল।
স্বপনের দেশে জানি তুমি আছ
অনন্ত অপেক্ষায় ;
একদিন কি পাব তোমায়;
এ ত আশাহীন,তবু থাকি আশায়।
স্বপনের বেশে আস তুমি জানি
নিশ্চুপ রাতে ;
সেই আনন্দে ভরে থাকে মন
জীবন সঙ্গীতে।