ঘরছাড়া এই পাগলটারে
ডেকো নাগো বারে বারে
সে যে  উদাসী।
সূর্য অস্ত যাবার বেলায়
আকাশ রাঙিয়ে রবি
ডুব দিয়ে যায়
অন্ধকারে হারায় নামটি
উদাসী মন দেখে না ফিরে
রঙের পরিপাটি।
মা দূর্গার আসার বেলায়
রঙ বেরঙের ড্রেস দেখা যায়
ঢাকি কত বাদ‍্যি বাজায়
কিছুতেই হারায় না মন
সে যে উদাসী।
সবুজ রঙে মাঠ ভরে যায়
সোনা রঙে ধান লহরায়
আনন্দের রঙে ভুবন ছেয়ে যায়
কিছুই খেয়াল করে না উদাসী।
সকালে পাখিগুলো কলরব করে
শোনায় ভগবানের গানটি
উদাসী তখন খুশী মনে
চলে নিজের পথটি চিনে
ভোলে ঘর বার তখন
সে যে উদাসী।
সংসারের মায়ায় বদ্ধ
সবে ভালোবাসায় আবদ্ধ
বিশ্বজোড়া ঘর আছে তার
তাই ত জেনেছি
সে যে উদাসী।