কেন বেঁচে আছি আমি
কেন আছি
কেন আছি
কর্মবিহীন উদ্দেশ্যহীন তবু আছি।
রুদ্ধশ্বাসে কান্না আসে কিন্তু প্রকাশ পায় না
প্রিয়জন দূরে চলে যায় মরণ কেন আসে ন।
লক্ষ্য বিহীন কোন মরুপথে চলছে জীবন গতি ;
কখন হবে এই সবের শেষ কখন আসবে
ইতি।
অতীত যদি ভালোই ছিল কেন তার হলো
শেষ।
দুঃখে কাঁদে এ মন আমার সঙ্গীহীনতায়।
বোকা মন তবু অশ্রু ঝরায় নিয়তি ভুলে
যায় ;
প্রিয়জনের বিয়োগে তবু কত কান্না পায়।
বিধ্বস্ত আমি একেলা আমি কালের ঘূর্ণিপাকে;
বৃদ্ধ হয়েছি আশা ছাড়ি নাই কেন ভাসি
অশ্রুজলে।
যাবার যারা ছেড়ে গেছে তারা বিধির
নিয়মে
দুঃখ আসে যদি জীবন চক্রে সন্তোষ করি
মনে।