আজকের মানুষ চালাক অতি
উল্টো যানে চেপেছে ;
পশুপ্রেমে অধীর হয়ে
কত পশু কেটেছে ;
খাদ্যতালিকায় মাংস থাকে
তাই ত ওরা কেটেছে।
ভালোবাসার নকল করে ;
কত বিয়ে করেছে;
ওদের ত বিশ্বপ্রেম
তাই বিশ্বনিন্দায় বসেছে;
উল্টো যানে চেপে মানুষ
উল্টো কথা বলেছে ;
মীরজাফরে বিশ্বাস ছিল ;
সিরাজেরে ছুরি মারল;
আজকের নিয়ম এটাই হয়েছে ;
বিশ্বাস করলে ঠকাবে সবাই
এই নিয়মে চলেছে।
নির্বাচন এসে গেলে
ওদের বিশ্বপ্রেম জেগেছে ;
দীনমজুরে ভালোবেসে
কত কথাই বলেছে ;
চাকরি পাবে টাকা পাবে
পাবে আরও কত কি;
নির্বাচন শেষ হয়ে গেলে
তোমায় আমি চিনি কি।
ধর্মগ্রন্থ সামনে রেখে
সাধুসন্ত হয়েছে ;
জীবনগ্রন্থ ভুলে গেছে
ধনী শিষ‍্যের মুখ চিনেছে।
দান করলেই হয় না দানী
তুমি জান জীবন স্বামী ;
অহংকারে মত্ত হয়ে
ফাঁকি দেওয়া চলে না,
উল্টো পথের যাত্রী ওরা
সোজা পথ চিনে না।
ঘুস না দিলে কাজ হবে না
বিশ্বে নিয়ম হয়েছে ;
জমানার সাথে চলতে হবে
তা না হলে পার পাবে না!
উল্টো যানে চড়ে ওরা
সোজা মানে বোঝে না।
তাই উল্টো যানে চেপে ওরা
উল্টো পথে চলেছে ;
সোজা পথে চলতে গিয়ে
হোঁচট খেয়ে মরেছে।