জীবনের অনেকখানি পথ পেরিয়ে এলাম;
তবু পথের শেষ হলো না
এ পথের কোথায় শুরু
কোথায় বা শেষ এখনো বুঝি না।
জীবনের মেয়াদ হয়তো ক ঘণ্টা
বেঁচে থাকব কতদিন কেউ জানে না ;
যতদিন আছি বেঁচে
উৎকৃষ্ট খাবার খাও না;
খাও দাও মস্তি কর
জীবন গেলে আর পাবে না।
আমি বলি জীবনটা এক উৎসব
খাওয়া দাওয়া আর সকলের কলরব।
জীবনে নাচ গান আর কত উদ্দিপনা
তারপর একদিন উড়ে যাবে প্রাণ
বিনা কষ্টের এই ত জমানা।