জীবন এলো কোথা হতে
কোথায় চলে যাবে;
আঁধার হতে এসেছে জীবন
আঁধারেই মিশে যাবে।
ছোট্ট মোদের এই জীবনে
আছে অনেক হিসেবের মানা;
সুখের মুখ যায় না দেখা
দুঃখ আছে ষোলো আনা।
যা চাই কভু মোরা পাই না
দুখের দিন শেষ হয় না।
কোথায় গেলে কি সুখ পাব
কারও নেই জানাশোনা;
সুখের লাগি কেঁদে মরি
সে মরীচিকায় কিছু পাব না।
জ্বলবে জীবন আগুন যেন
ছাই ভস্ম কিছুই পাবে না না।
তাই এই ছোট্ট জীবনটাতে
শুধু দুঃখ পেলে চলবে না।
নিষেধের বাঁধন ভেঙে ফেলে
জীবনটা উৎসবমুখর করব না ;
ঝড় ঝঞ্ঝা যতই আসুক
হাসতে কভু ভুলব না।