যদি জানতেম
তুমি আছ আমার সাথে
তাহলে কি দেশবিদেশে
তোমায় খুঁজতাম
বড় বড় মন্দির মসজিদ
দেখে ফিরে আসতাম?
সাধু ফকিররা বলল
সে ত থাকে স্বর্গে;
মন্ত্র পড়ে নমাজ পড়ে
রাস্তা পাবে খুঁজে।
তাই দিনের পর দিন
আমি মন্দিরে পূজো দিয়েছি;
পূজো দিয়ে সদাই আমি
তোমায় খুঁজেছি।
তুমি ত দেখা দিলে না
তোমায় কাছে পাবার
আমি রাস্তা পেলাম না।
একদিন এক সাধু
ভিখারির বেশে
আমার দুয়ারে এল;
তার সেবা করে সন্তুষ্ট করে
আমার প্রশ্ন এল
কোথায় গেলে পাব তারে
সেই পথটা বল।
মুচকি হেসে বলল সাধু
মিথ্যে পরিশ্রম কর
সে ত তোমার বুকে থাকে
বিবেককে জিজ্ঞাসা কর।