আমি অশান্ত প্রবল ঝড়ের
মতো হতে চাই ;
আমি দুরন্ত বৈশ্বানরের
মতো হতে চাই।
সবল যখন দুর্বলের
টুঁটি চেপে ধরে,
আমি তার প্রতিকার
করতে চাই ;
বিপ্লব আর বিদ্রোহের জাল বুনে
সমুচিত জবাব দিতে চাই।
আমি ঝড় আমি তুফান
"অশনি"সংকেতের মতো;
আমি মেঘনাদ মেঘের আড়ালে
বজ্র হানব শত শত।
লক্ষ লোকের দুঃখ বেদনা
করতে চাই অবসান ;
উঠুক আমার হৃদয় জুড়ে
ওদের বিদ্রোহ গান।
"মে দিবসের "মতো হোক
সবে একতাবদ্ধ প্রাণ;
সমাজের দুশমনের হোক
এবার মহাবলিদান।
জাগো জাগো রে সবে
আত্মবলে হোক মহাজাগরণ;
বিদ্রোহী কবি এস গো জাগিয়া
মৃত্যু করি দরশন।
হতে চাই আমি নরনারায়ন
কৃষ্ণেরে করি স্মরণ
করব আজ অভিযান ;
শয়তানের অস্ত্র ভোঁতা করে দিয়ে
জাগুক দুর্বলের ভগবান।