আমি অশান্ত প্রবল
ঝড়ের মতো হতে চাই,
আমি দুরন্ত বৈশ্বানরের
মতো হতে চাই।
সবল যখন দুর্বলের
টূঁটি চেপে ধরে
আমি তার প্রতিকার
করতে চাই।
আমি ঝড় আমি তুফান
চাই সব জাতির উত্থান
বসে বসে মার খাব না ;
অন‍্যায়ের প্রতিবাদ
করতে ভুলব না।
জীবনে জীবনে করব মিলন
মোরা একজাতি একপ্রাণ।
নতুন আইনের জন্ম হবে
যোগ্যরা যথাযথ সম্মান পাবে ;
নতুন শক্তি দাও ভগবান
বোঝাব সবে অবুঝ প্রাণ
নিজের অধিকার ছিনে নিতে হবে
নিজের অধিকার জানতে হবে।