ভালো লাগে না ;
যখন দিনের আলো লুকিয়ে যায়
রাতের আঁধারে;
যখন রাঙা আকাশ ডুবে যায়
ধরার কালো বুকে ;
তখন কিছুই ভালো লাগে না।
যখন সন্ধ‍্যাবেলায় গোধূলি আলোয়
পাখিরা ফেরে ঘরে ;
যখন সূর্যাস্তে বিরহের ভারে
বেদনা পড়ে ঝরে ;
পাখিরা গান গায় না ;
তখন কিছুই ভালো লাগে না।
এখন জীবন চলেছে বিলম্বিত লয়ে ;
মধুর দিনগুলো যেন গেল শেষ হয়ে ;
জীবনিশক্তি আসে না ;
তাই কিছু ভালো লাগে না।
যখন জীবনের মধ‍্যাহ্ন কাল ছিল
অপরিসীম তেজে;
তখন সবই লাগত ভালো দ্রুত গতির
পৃথিবীতে ;
সে জীবন কোথায় গেল কেউ জানে না ;
তাই ত কিছু ভালো লাগে না।
ঝরা পাতা যখন ঝরে পড়ে যায়
ধূলির 'পরে;
জীবনের রঙ শেষ হয়ে যায় আলস‍‍্য
ঘেরে;
নৈরাজ্য আসে ভাষা বদলে যায়
নিরাশা আসে ;
তখন কিছুই ভালো লাগে না।
আগের পৃথিবী ধরা দেয় যদি
আজকের দুনিয়ায় ;
পাবে না তখন প্রাণভরা খুশী
সময় চলে যায়।