ধুলোমাখা এই পৃথিবীরে
সূর্য ভালোবাসে;
তারই টানে পৃথ্বী ঘোরে
সূর্যের চারিপাশে।
নীল আকাশে উঠলে ভানু
রক্তচন্দন আঁকে;
পৃথিবীর ভালে পরিয়ে দেয়
মধুর ভালোবেসে।
তারপর ছড়িয়ে পড়ে
পৃথিবীর আঙিনায় ;
সূর্যের তেজে বাষ্প হয়ে
জল ভরিয়ে দেয়।
রাত্রি হলে চাঁদ এসে
মিষ্টি হাসি ছড়ায় ;
হেসে বলে,"এলাম আমি
তোমার কাছে তোমার ভালোবাসায়।"
গ্রহতারা সবে গুঞ্জন করে
ভালোবাসা পেতে চায়;
পৃথিবী তাদের ছোট্ট বোন
করুণা স্নেহ বিলায়।
সৃষ্টিকর্তা সৃষ্টি গড়েছে
প্রেম ভালোবাসা দিয়ে ;
মানুষ তাহার অপচয় করে
হিংসা রয়েছে প্রাণে।
যুগে যুগে কত মহাপুরুষ এল
বলল প্রেমের বাণী ;
বলল,"সবে ভালোবেসো
পাবে প্রভুর আশীর্বাণী।"