আজ বিজয়া মাদূর্গার বিজয় দিবস
অসত্যের ওপর সত‍্যের জয়
তাই আনন্দ দিবস।
কিন্তু বাস্তব বলে এ ত সত‍্য হয় না
দুর্বল যারা তারা ত জেতে না।
তবু এটা প্রতীকী সত‍্য
মিথ্যা ত কভু হয় না।
সবার বাবা ছিল তাঁর ছবিটি প্রণম‍্য
এটা ত চিরন্তন সত্য।
আমরা বলি "গুণবান"মানে গুণ
আছে;
তেমনি "ভগবান" যার ভগ আছে ;
"ভগ"মানে পৃথিবীতে যতরকমের
গুণ আছে তার সমষ্টি ;
ভগবানের এতো গুণ আছে
যা আমাদের ধারণাকে দেয়
অনেক পুষ্টি।
তাই ভগবানের একেক গুণকে
বোধগম্য করার জন্য
একেক রূপের হয় সৃষ্টি।
ধর্ম মানে যে আদর্শ গ্রহণ
করলে
শরীর আত্মার হয় উন্নতি ;
তেমনি "গ" মানে অন্ধকার
"দূর্গা"মানে দুর্গতিনাশিনী
অন্ধকার দূর কারিণী সে ত ধর্মের ঘর।
জীবন বাঁচে একটা আদর্শ নিয়ে
তাই ভগবানের একটা আদর্শ ধর্মকে
আমরা মা দূর্গা বলি
প্রকৃষ্টরূপে নত হওয়াকে
প্রণাম বলি।
এমনি করে প্রতিটি শব্দের মানে আছে
ভগবানের প্রতিটি রূপ নতুন শিক্ষা
নিয়ে আসে।