চল চল চল
বীর দর্পে এগিয়ে চল;
মায়ের ডাকে সাড়া দে রে
মায়ের শৃঙ্খল ঘোচাতে হবে
তাই এগিয়ে চল এগিয়ে চল।
"মায়ের মুক্তি যুদ্ধে
শুধু ভাইরাই কেন
বোনেরাও জোগাবে বল।"
                 ---প্রীতিলতা
বাংলা মায়ের অগ্নিকন‍্যা
প্রীতিলতা আগুন জ্বালাল
সেই আগুনে ব্রিটিশ রাজের
মুখ পোড়াল।
24th sept.1932
রাতের আঁধার নামল
জোনাক জ্বলা রাতে
যুদ্ধের বাঁশি বাজল।
প্রীতিলতা "ইউরোপিয়ান
ক্লাব"আক্রমণ করল
ব্রিটিশের আভিজাত্য
বিশ্বে চুরমার হয়ে গেল।
"ঊর্ধে উড়িয়ে স্বদেশী পতাকা
প্রীতিলতা করল অভিযান,
ধ্বংস হলো ব্রিটিশ শৌর্য
পরিণতি অসম্মান।"