তালে তালে ফেলিয়া পা
আনন্দ গীত গাহিয়া যা,
প্রাণ যদি তোর দেশের তরে
দেশের তরে লুটিয়ে যা।
কলেজ বন্ধু বিপ্লবী প্রীতির
বিপ্লব ছিল ধ‍্যানজ্ঞান;
ভেবেছিল ডাক্তার হবে
উদ্দেশ্য ছিল মহান।
কলেজের প্রফেসর ঊষা দেবী
"ঝাঁসির রাণী "বই যে দিল
মনটা তখন ঘুরে গেল
দেশমাতৃকার ডাক পেল।
লীলা দেবীর "দীপালি সঙ্ঘে"যোগ দিল
অস্ত্র খেলা রিভলবার খেলা
ওখানে শিখল।
সূর্য সেনকে দেখা করতে গিয়ে
ব্রিটিশ বাহিনী ঘিরে ধরল;
পালাবার সময় এক সাথী
নির্মল সেন গুলিবিদ্ধ হল।
সূর্য সেনের মন্ত্রে প্রীতি দীক্ষিত হল।
কলকাতা থেকে বোমার খোল
নিয়ে যাবার প্রীতি ব‍্যবস্থাকরল।
যখন সূর্য সেনেরা অস্ত্রাগার লুট করল
প্রীতিলতা কল্পনা বোমার
খোল জোগান দিল।
যুদ্ধ হলো শেষ চট্টগ্রাম হলো স্বাধীন
পালাল ব্রিটিশের সেনাবাহিনী
বিশ্বে ওদের মুখ হলো মলিন।