"চল চল চল এগিয়ে চল
সামনে ইংরাজ তাই বলে
ভাসবি নাকো নয়নজলে
তরীটাকে বাইতে হবে
এগিয়ে নিয়ে চল।"
দিনরাত চলল লড়াই
ক্ষিপ্ত ইংরাজ চূর্ণ বড়াই;
অপরাজেয়,বিশ্বশ্রেষ্ঠ
এই ছিল তাদের পরিচয় ;
অতি ক্ষিপ্ত ব্রিটিশ সেনা
করল আবার চড়াই।
জালালাবাদের পাহাড়িতে
প্রচণ্ড যুদ্ধ হল
সে যুদ্ধে বিপ্লবীদের
গুলির অভাব হল;
অস্ত্রাগার ব্রিটিশের লুণ্ঠিত হয়েছিল
গুলি বারুদ অন্য জায়গায় রাখা ছিল।
তখন মাষ্টারদা সবাইকে
লুকিয়ে পড়ার নির্দেশ দিল;
সাথে সাথে ভাগ‍্যচক্র উল্টো দিকে ঘুরল।
পৃথিবীর লোকে সূর্য সেন প্রীতিকে জানল
ওদের শৌর্যবীর্যকে স‍্যালুট জানাল
থরথর করে কাঁপল ইংরাজ
স্বদেশকামীরা উন্মাদনা পেল।