"বীরকন‍্যা প্রীতিলতা দেশের অনন্যা
ব্রিটিশরাজের ভীতি তুমি দেশের বরেণ‍্যা।"
বাঁশী বাজায় প্রীতিলতা
মধুর সুরে
যেন সেই সুরের ঝর্ণধারায়
দিশা হারাবে।
অতি নরম প্রীতিলতা
সুরে মুক্ত ঝরাল;
বিপ্লবী প্রীতিলতা বন্ধুদের
অস্ত্র শেখাল
দীপালি সঙ্ঘের মেয়েরা
বিপ্লবের তৈয়ারী করল।
তারপর এল 24th sept.1932
রাত ছিল নিঝ্ঝুম
হাওয়া ছিল ঘুম ঘুম
"ইউরোপীয়ান ক্লাবে"
ছিল নাচের ধুম।
পুরুষবেশে প্রীতিলতার
পনের সদস্য ছিল ;
তারা সবাই ছিল দেশভক্ত
বিপ্লবী তাদের মরণপন ছিল।
তারা ক্লাব আক্রমণ করল.
মস্তিতে মত্ত ব্রিটিশারদের
মাথায় যেন বজ্রপাত হল।
সব জানলা দরজা দিয়ে
গুলিবর্ষণ হতে লাগল।