"তালে তালে ফেলিয়া পা
মৃত্যুর পথে এগিয়ে যা;
রক্তের বলে আনবে ছিনে
দেশের মায়ের স্বাধীন পতাকা।"
পুরুষবেশে প্রীতিলতার দল
ক্লাব জ্বালিয়ে দিল;
সব জানালা দরজা দিয়ে
গুলি বর্ষণ হতে থাকল।
মারা গেল একজন
বাকিরা আহত হল।
এ‍্যাকশান হলো শেষ
সবাইকে বার করে দিয়ে
প্রীতি রইল অবশেষ।
গেটের বাইরে যাবার সময়
নালার পাশে লুকিয়ে থাকা
এক ইংরেজ গুলি করল
তার গুলিতে প্রীতি অধিনায়ক
পায়ে আহত হল।
তাই প্রীতিলতা যেতে পারল না
তবু ইংরাজের হাতে ধরা দিল না।
পটাশিয়াম সায়নায়েড খেয়ে
মৃত্যুর কোলে ঢলে পড়ল
জান দিল তবু মান দিল না।
"মরণ এলো ঝঙ্কার তুলে
মৃত্যু ভয় এল না ;
মরণকে ডাকল নিঃশব্দে
কারও প্রতিবাদ মানল না।"