এ বয়েসে অনেক কিছু - আমাকে ঠিক মানায় না।


এখন আমার হাতে ফর্দহবে - তেল মসলার গল্পহবে,


অলস দুপুরে নভেল পড়া,


আমাকেঠিক মানায় না।



চোখে এখন চশমা হবে।


তাতে কম বেশি পাওয়ারহবে,


লেসিককরে কচি সাজা?


আমাকেঠিক মানায় না।


ঘড়ে একটি পোষ্য হবে,


কুকুরকিংবা বিড়াল তবে,


তাদেরনিয়ে খাওয়া দাওয়া,


ডাক্তারবদ্যি, ঘুরা ফেরা|


তাই যখন তখন বাড়িয়েযাওয়া


আমাকেঠিক মানায় না।


জীবনটাএখন নিরাপত্তা চায়।


তোমায়নাহলেও চলবে আমার,


এমন ভাবা?


আমাকেঠিক মানায় না।


কাঁধেরউপর অনেক দায়িত্ব।


ছেলেটাকলেজে যাবে,


মেয়েটাতার পিছু পিছু,


গাড়িরকিস্তি, বাড়ির কিস্তি,


গ্যাসবিল - আরো কতকিছু,


একবারেরজন্য ভাবতে চাওয়া -


এগুলিকোন ব্যাপার না


আমাকেঠিক মানায় না।


দায়িত্বশীলহতে হবে।


দায়িত্ববানহয়েছি।


অর্বাচীনকিছু চিন্তা করা


সেকেন্ডেরতরে


তা আমার জন্য না


সে - আমাকে ঠিক মানায়না।


কি'ই বা হবেযদি একবারের তরে চিন্তা করি


এটা করব না  - সেটা করব না?


পিছন থেকে কালো ঘোড়াদাবড়ে উঠে -


বলে - "এটা তোকে মানায় না"


ঘোড়সওয়ারেরদোষ নেই


ঘোড়সওয়ারটাআমি নিজেই


আমার গড়া জীবনকে পাহাড়াদেয়া


এছাড়াঅন্য কাজ করা


এছাড়াঅন্য কোন কাজ চিন্তাকরা


আমাকেঠিক মানায় না।


ঘুড়বে ফিরবে বাচ্চা ছেলে


চিন্তাহীন, কাঁধে ন্যাপস্যাক ফেলে


ইধার যাবে, উধার যাবে


প্রেম করবে


স্বপ্ন দেখবে রঙ্গিন।


আমার স্বপ্ন সাদা কালো।


সেই সাদা কালো একটু ফিকে হলেও চলবে না।


ধূসর অতীত আমার জন্য ঠিকই আছে।


ভবিষ্যতের রঙিনের থেকে


বর্তমানের সাদা কালো চিন্তা করাই আমায় মানায়।


অপরাপর - আমাকে ঠিক মানায় না।


তবু ভালো একটা ক্যামেরা ছিল


ত্রিপদটা হাতে নিয়ে এদিক সেদিক


মাঝে মাঝে ঘুরে বেড়াই,


তা নাহলে লোকে বলতো বুড়ো ভাম।


এবয়সে ভাম সাজা - আমাকে ঠিক মানায় না।


মাঝে মাঝে খুব নিয়ম ভাঙ্গতে ইচ্ছা করে


মাঝে মাঝে যা খুশি তাই করতে ইচ্ছা করে।


নিরাপত্তাটাই জীবন হয়ে গেছে


এর বাইরে অন্য কিছু


আমাকে ঠিক মানায় না।