আমার হাত কখনো তোমার  হাত ধরবে না,
তোমার - আমার চোখের আলাপন, অধরের মিলন হবে না।
দিন ফুরবে, সন্ধ্যা হবে,
তোমার আমার রাত ভোর হবে না।
তোমার নামে হৃদয়ে আমার সুর বাজবে,
তোমার নাম কাব্য পাতায় ধূসর হবে,
তোমাকে বলা হবে না।


তোমাকে ঝড়ো বাতাসের মতো
ভালোবাসতে ইচ্ছে করে।
সে ভালোবাসা ব্যক্ত হবে না।
প্রেমে সীমা লঙ্ঘন আছে,
সেই সীমা লঙ্ঘিত হবে না।


আমি নিঃশব্দে কেঁদে উঠবো,
সে কান্নার আর্তনাদ ধ্বনিত হবে না।
হৃদয়ে বিস্ফোরণ গুমরে উঠবে,
প্রকম্পন তার অনুভূতিতে
আন্দোলন তুলবে না।


এ ভালোবাসার কোনো নাম নেই,
রং নেই, আকার নেই,
বৃষ্টিস্নাত টগরের মতো - এর
স্মৃতি থাকবে, চিহ্ন থাকবে না।


বিদায় তোমায় সামাজিক দূরত্বের প্রেম,
প্রতিদিন বলি, বলবো আজো।
তোমার আমার পথ নিয়ত বিভাজিত হবে।
সান্ধ্য আইনে বন্দী প্রেমিকের
এক হবে না।