হারায় যে জন, দিনের আলোতে
পথ ভোলা এক অলিক জগতে।
অলীক স্বপন, হাতছানি দেওয়া,
না পাওয়া জীবন, শুধু পেতে চাওয়া।
দিশা হীন মন, না মানে বারণ,
ছুঁতে চাওয়া এক, মায়ার বাঁধন।
তবু, হেঁটে যাওয়া, অনন্ত আঁধারে,
পাওয়া না পাওয়ার, অসাড় সাগরে।
বুক বাঁধে মন, আশার বাঁধনে,
দিনের আলোতে, রাতের স্বপনে।
কত আশা আসে, কত আশা যায়,
চলে যাওয়া পথ, ফিরে নাহি পায়।
সময়ের গ্রাসে, পথের মোহতে,
পুড়ে হয় ছাই, জীবন খাতাতে।
পরে থাকা ধুলো, স্মৃতির পাতাতে,
পথ ভোলা মন, অলিক জগতে।