বার্ধক্য মানে, গোধূলির আলো, বাড়ি ফেরার পালা।
স্মৃতির পাতার হিসাবনিকাশ, বাসি ফুলের মালা ।।
বার্ধক্য মানে অসীম আকাশ, নীরব রাতের তারা।
কর্ম বিহীন অলস দিনের, অসীম ক্লান্তি ধারা।।
বার্ধক্য মানে, বিতাড়িত মন, স্বজন হারার ব্যথা।
অসাড় শরীর, সরস মনের, না বলা অনেক কথা।।
বার্ধক্য মানে, ব্রাত্য যে জন, ছুটির যন্ত্রণাতে।
নীরব রাতের তারার মাঝে, একলা অপেক্ষাতে।।
বার্ধক্য মানে, দেওয়া-নেওয়া, ডাইরির শেষে পাতা।  
বিতাড়িত কোন অসফল গাথা, পরিত্যক্ত খাতা।
বার্ধক্য মানে, শুধু অবহেলা, জীর্ণ শরীর ভার।
ঝাপসা চোখের জলের ধারা, ভাঙা নদীর পার।।
বার্ধক্য মানে, ফেলে আসা কাল, একরাশ ভালোবাসা।
ছুটির ঘণ্টা বাজাবে তবু, মনে বাঁচার আশা।