ভীষণ ইচ্ছে ছিলো একটা ব্যস্ত জীবন উপভোগ করবো।
কারোর জন্য সময় না থাকা একটা সংক্ষিপ্ত জীবন।
প্রয়োজনের চাদরে ঢাকা বেঁচে থাকার অভ্যাস।
জীবনে কে এলো ? কে গেলো?- 'কিছুই যায় আসে না'র মত একটা মুক্ত জীবন।
দিনভর কাজের চাপ, খাওয়া, আড্ডা -এক অনন্ত ব্যস্ততা।
শান্ত শহরের ছোট ছোট ঘর গুলোকে জোনাকির আলোর মত দেখতে পাওয়া একটা মিষ্টি সন্ধ্যা।
ভোগের চাদর জরানো একটা আনন্দের রাত।
জীবন ধরা দিলো।
চোখ মেলে চারপাশে দেখলাম, কিন্তু ব্যস্ত হতে পারলাম না।
ছোট বেলায় ভাবতাম উঁচু ক্লাসে পড়লে ব্যস্ত হবো। লেখা-পড়ার নামক স্রোতের জল অনেক দূর গড়ালো জীবন সমুদ্রে, কিন্তু ব্যস্ত হলাম না।
পড়াশোনা শেষ হলো।
ভাবলাম কর্মজীবন এলে ব্যস্ত হবো।
তাতেও লাভ হলো না।
নিজের ব্যস্ত করতে চাপের পরিমাণ বাড়ানো হলো-
Full time job এর সাথে যুক্ত হলো part time business,  online conclusion, ইত্যাদি ইত্যাদি।
ফলাফল সেই এক।
একটা ব্যস্ততা বিহীন জীবন।
পরিবারের দায়িত্ব, আত্মীয়দের আতিথিয়তা, পাড়া-প্রতিবেশীর প্রয়োজন, বন্ধু-বান্ধবের সাথে আড্ডা, অবসরে লেখালিখি।
সেটাও ছুঁতে পারলো না ব্যস্ততার শিখরকে।
আজও বুঝে উঠতে পারলাম না ব্যস্ততা কাকে বলে?
পাশে থাকা মানুষ কিভাবে  হঠাৎ ব্যস্ত হয়ে যায় ?
-পারিপার্শ্বিক পরিস্থিতি, দায়িত্ব এড়ানোর কৌশল নাকি এড়িয়ে যাওয়ার অজুহাত।