এখন আর ভালো থাকতে পারি না,
আদতেও কোনদিন ভালো ছিলাম কিনা জানিনা।
কেউ ভালো আছে শুনলে কেমন যেন ভেতরটা মোচড় দিয়ে ওঠে।
লোভ হয়, ভালো থাকাকে কাছের থেকে ছুঁয়ে দেখার।
ভালো থাকার অনুভূতিটা খুব কম সময়ের জন্য ধরা দিয়েছে জীবনে।
ভালোর পেছনে দৌড়াতে দৌড়াতে বারবার 'অ-ভালো থাকাটা'কে আপন করেছি,
হিসাব রাখিনি না পাওয়ার, রাখলে হয়ত ডাইরির পাতা ভরে যেত।
ভালো না থাকাটা নিজের অজান্তেই নেশার মতো গ্ৰাস করে নিয়েছে ভেতরের মানুষটাকে।
আমার শরীরটা এখনো আমার থাকলেও ভেতরটা দখল করে নিয়েছে একরাশ 'ভালো না থাকা'।
ঠিক যেন কাফকার মেটামরফসিসের সামসার চরিত্র।
একটা জীবন্ত পোকামানবের মত আমারও রূপান্তর হয়েছে।
আমি এখন "ভালো না থাকা"।
ভালো থাকার স্বপ্নরা যতবার মনের ক্যানভাসে ছবি এঁকেছে , সমুদ্রের ঢেউ এসে মুছে দিয়ে গেছে সব।
ভালো থাকা গুলো হারিয়ে গেছে, জমাট বেঁধেছে " ভালো না থাকা" রা।