দিনের পরে অবশেষে,
নিশুতি রাত বলল হেসে,
রাতের তারা অবহেলা ,
সেও বললে একটু দাঁড়া।
আমি বললাম হঠাৎ এখন,
দাঁড়িয়ে যাওয়ার কি সে কারণ?
ব্যস্ত আমি কাজ এক আছে,
বলব কথা কাজের পাছে।
বলল তারা বাঁধন ছাড়া,
কল্পনা তোর কেমন ধারা।
শীতল হাওয়ায় ভাসিয়ে ভেলা,
চাঁদ ধরতে এগিয়ে চলা?
আকাশ জুড়ে তারার মেলা,
একলা চাঁদ, করছে খেলা।
রাতের চাঁদ সন্ধ্যা তারা,
সেসব কভু যায় কি ধরা?
আমি বললাম, ঢের হয়েছে,
এবার যাবো ,কাজ রয়েছে।
কথার শেষে, তাড়াতাড়ি,
দৌড় দিতেই, কেলেঙ্কারি।
হটাৎ করে বেশ জোরেতে,
এক্কেবারে ঠিক মেঝেতে।
বিছানা থেকে সোজা নিচে।
স্বপ্নরা সব গেলো কেঁচে।