দেশের সীমা, মানেনা বাধা।
বিশ্ব ত্রাসে, মৃত্যু ধাঁধা।।
ক্ষুব্ধ সময়, স্তব্ধ জীবন।
বাঁচার লড়াই, কঠিন ভীষণ।।
মৃত্যু মিছিল ইতিহাসে।
কালের গ্রাসে, সভ্য দেশে।।
আধুনিকতার জীবন যাপন।
বিলীন সেসব উদাহরণ।।
রোগের ভোগে, পেটের জ্বালায়।
উন্নয়নের ছত্র ছায়ায়।।
জাতি, ধর্ম, রাজনীতি।
মানুষ মারার গোপন রীতি।।
জীবের প্রেম, পশুর সেবায়।
বিজ্ঞাপনের পাতায় পাতায়।।
মুখোশ পরা পশুর ভিড়ে।
মনুষত্ব কড়া নাড়ে।।
মানুষ মারে, মানুষ মরে।
স্বার্থ শেষে , নানান ছলে।।
ইচ্ছে মতন কাটা-ছেঁড়া।
প্রকৃতিকে করল ন্যাড়া।।
স্বেচ্ছাচারের অত্যাচারে।
পাতায় পাতায় ন্যায় বিচারে।
প্রকৃতির আদালতে।
চলছে বিচার, আইন মতে।।
১৯/০৪/২০