এখন আর ঘুম আসে না,
ঘুম গুলো জ্বলে পুড়ে, আজ একরাশ ছাই।
চোখ বুঝলে এখন শুনতে পাই,
খেটে খাওয়া মানুষের নির্বিকার চিৎকার।
ধর্ষিতার করুন আর্তনাদ।
বেকারত্বের হাহাকার।
দাঙ্গায় প্রাণ হারানো মায়েদের বুকভরা কান্না।
বাঁচার আশায় ছটফট করা সেই সব শিশুদের কন্ঠস্বর আমাকে জাগিয়ে রাখে সারা রাত।
যাদের শরীর গুলো ছিঁড়ে খেয়েছে মানুষের মত দেখতে হিংস্র পশুদের দল।
তারা আমাকে ঘুমাতে দেয় না।
বন্ধ চোখের অন্ধকারে এখন ভেসে বেড়ায় গলা পঁচা গলা দেহ।
আমি জেগে বসে থাকি।
পোড়া টায়ারের সাথে মিশে থাকা কাঁচা মাংসের গন্ধ আমাকে জাগিয়ে রাখে রাতের পর রাত।
মুখোশের আড়ালে থাকা দানবদের হিংস্র আক্রমন আমি দেখেছি।
শুনেছি তাদের  উদগ্ৰ উল্লাসের জয়গান।
আমি জড় পদার্থের মত সুধু সাক্ষী, একরাশ অব্যক্ত নিদ্রা বিহীন যন্ত্রনার।