আমি কবিতা লিখি, কত বাহবা পাই,
তবে ক'জন তার অর্থ বোঝে বা বোঝার চেষ্টা করে জানি না।
মুক্ত প্রেমিকরা মুক্ত ভালোবাসে,
মুক্তর সন্ধানে কত দূর-দূরন্তে পাড়ি দেয়,
মুক্তর কতো অলঙ্কার পরে।
তবে মুক্ত ফলাতে একটা ঝিনুকের কতটা কষ্ট হয়, তার হিসাব নিকাশ কেউ রাখে না।
মুক্ত আর কবিতার মধ্যে একটা অদ্ভুত মিল আছে।
প্রতিটি শিরা উপশিরা দিয়ে বয়ে আসা যন্ত্রণা গুলো জমা হয়ে মুক্ত।
আর মনের জমা আবেগ থেকে জন্ম নেয় কবিতা।
আমি কবিতা বুঝিনা, তাই সুন্দর বা অসুন্দর লেখার কোন তকমা আমার অন্তর জগতকে স্পর্শ করে না।
আমার কাছে কবিতা মানে মনের ভাষা, না বলা কথার পসরা, একঝাঁক স্বপ্নের ইতিকথা।