জ্বলছে আগুন, রক্ত ফাগুন, নগ্ন মানুষ রাস্তায়।
গণতন্ত্র শিথিল মন্ত্র, সমাজতন্ত্র বিছানায়।।
মরছে মানুষ, মারছে মানুষ, বাঁচছে মানুষ আশায়।
শিশু শ্রমিক কারখানাতে, বেকার যুবক ধারণায়।।
পেটের জ্বালা আঁস্তাকুড়, টাকার পাহাড় উঁচু ঘরে।
মুত্রস্নানে পবিত্রতা, জালিয়াতি সমাজ জুড়ে।।
ভোটের মিছিল লম্বা ভারী, না বললে খুলবে শাড়ী।
লাঠালাঠি মারামারি, পুড়বে কত ঘরবাড়ি।।
আইন-কানুন মাছের বাজার, দিলেই টাকা সব আপনার।
তোলাবাজী, নারী পাচার, সব সমস্যা রাজার দুয়ার।।
শারীর খারাপ, অসুস্থতা, খোলা আকাশ সু-চিকিৎসা।
চিন্তার কোন কারণ তো নেই, নগ্ন সমাজ সুব্যবস্থায়।।
আমরা প্রজা, রাজা মশাই!
প্রজাতন্ত্রের জয়গান গাই।।