সময়ের ব্যবধানকে ভুলে তোমায় একটা চিঠি লিখছি কবি,
ঠিক তোমার জন্মের দু’হাজার ছয় শত উন পঞ্চাশ বছর পর।
তোমার জন্মদিন বা মাস জানিনা, তাই জন্মদিনের শুভেচ্ছাটা বাকিই রয়ে গেল।
সময়ের কালগ্রাসে আজ তুমি মলিন, পৃথিবীর মানচিত্রে মুছে গেছে তোমার প্রিয় শহর লেসবস দ্বীপ, এমনকি তোমার নাম “স্যাফো”।
ক্ষমতা বদলের ভূগোল তোমাকে ভুলে গেলেও, তুমি আজও আছো প্রতিবাদে, প্রতিরোধে, সমাজ বদলের উত্তরণের স্মৃতির পাতায় পাতায় পাতায়।
তুমি ইতিহাসের বুক চিরে ওঠা সেই প্রতিবাদের কলম।
যা আজ পরিবর্তনের লেলিহান শিখা।
সমাজ, রাজ্য বা আইনের তোয়াক্কা না করেই যে আগুন তুমি জ্বেলেছিল,
আজ তা দাবানল হয়ে ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বে।
তবে, শরীর ও মনের অন্তরায়ে তুমি যে প্রেমের কথা বলেছিলে,
আজ আরাই হাজার বছর পরেও তা রয়ে গেছে ত্যাজ্য হয়েই,
আজও ব্রাত্য সে জন, যে তোমার দেখানো পথের পথিক।
স্বামী, সন্তান পরিবারকে অব্যাহতি দিয়ে নয়,
সবার মধ্যে থেকে তুমি যে প্রতিবাদ জানিয়েছিলে আজও বীজ।
তোমার প্রেমের মান আজও তাই শুধুই “শূন্য”।