সময় পাল্টে গেছে,
গুরুত্বের মাপকাঠিতে এক সময় প্রথম সারিতে থাকা ব্যক্তি আজ প্রান্তিক।
একসময় সকালে প্রথম ফোন যার নাম থাকত,
ব্যস্ত জীবনের অন্তরালে দিনের শেষ কলটিও নীরব থাকে।
ব্যস্ততার অববাহিকায় এক মুহূর্তে গুরুত্বের পারদ নেবে যায় ওপর থেকে নীচে।
পড়ে থাকে পরস্থিতির হাতে বলি হওয়া এক গুচ্ছ প্রতিশ্রুতি।  
ধীরে ধীরে কাছে আসা দুটি জীবন ধাপে ধাপে চলে যায় দূরে, বহু দূরে,
সময়ের অনন্ত সাগরে ডুবে যায় প্রেমের সূর্য, ভালোবাসা, সম্প্রীতি হয়ে যায় পানসে।
মনের অকপটে জীবন্ত কঙ্কালের মত শুধু ভেসে বেড়ায় অগণিত স্মৃতি।
গতিময় সময়ের স্রোতের চাকায় কোথায় পিষে যায় স্মৃতির পাতা,
কোথাও জলজ্যান্ত ব্যস্ত জীবন থমকে যায় স্মৃতির পাহাড়ে।