বড় ইচ্ছে ছিল স্বাধীন হতে,
বাধন ভাঙ্গা জীবন পেতে।
সংস্কারের খোলস ছেড়ে,
কুৎসা বিহীন সমাজ গড়ে।
স্বাধীনতার শিখার তলায়,
অধীনতার আধার ছড়ায়।
দেশের সীমা স্বাধীন রেখা,
মনের সীমা বেঁধে রাখা।
ভাবনা চিন্তা সব পরাধীন,
তবুও সবাই বলছে স্বাধীন।