বিশাল গগন মাঝে কোটি কোটি জানালা।
শ্রুতি, দ্যুতি, উঁকি, বুকি সবই যে অমেলা।
ইচ্ছেতে মেলে ধরা, পথ চলে হরদম।
মাঝে মাঝে বিভ্রাট, কিছু বেশি কিছু কম।
চলে সে ত অবিরত, স্থির নাহি রয়।
বহমান ইংগিতে, ইশারায় কথা কয়।
দৃশ্যত নাহি দেখা, তবুও সে ধাবমান।
গতির খেলাতে গিয়ে, সবচেয়ে আগুয়ান।


মাঝ পথে আটকাতে কত ফাঁদ পাতা তার।
সময়ের সাক্ষীতে তার মেলা জুড়ি ভার।
স্লোগানে স্লোগানে তার এ ভুবনে জয়কার।
আসলে নকলে মিশে এখন সে একাকার।
বল তুমি নিবে কিনা হৃদয়ের জমিতে।
ফলাতে ফসল ভাল, ভাল বীজ বুনিতে।
মনের ভিতরে দেখো দুই দিকে জানালা।
এক দিকে কালো মেঘ বিপরীতে উজালা।


অধুনা জগতে কত জানালার শেষ নেই।
মনের কোনেতে দেখো আসল তো ওখানেই।
নিঝুমে ভাবিয়া দেখো কোন দিকে চলাচল।
সময়ের শেষেতে পাবে প্রকৃত ফলাফল।
না পারিবে ফিরিতে কি সুবাষিত  জানালায়।
হৃদয়ও প্রদিপ তব আলো যদি নিভে জায়।
এখনো সময়ও যদি হয়তো বা আছে কম।
ক্ষমা চাও ভাল পথে মন্দতে যেও কম।
                  সমাপ্ত-