লাল পাপড়ি গুলো ওই তোমার ছোঁয়াতে ফুটছে ধীরে ধীরে,
কুয়াশার ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু কনা যেন তোমায় স্পর্শ না করে।
আবদ্ধ হয়ে আজ ধন্য শুধু তোমার বাঁকা আঙুলের ভাজে,
ফুলটি শুধু ফুটে বেলা হলে জানালায় রাখা টপের মাঝে।
তালু বন্দি করেছো মরে ফসকে যাওয়ার নাই কোনো  আশঙ্কা,
হাতে তোমার সভা পাইছে ঐ সোনালী চুড়ির দুটি ঝুমকা।
দখিনা বাতাসে লাল পাড়ি দেওয়া সাদা ওড়না যায় উড়ে,
শোভিত করেছি মনের জানালা তুলে ফেলে দিওনা মরে।
তুমি হয়তো উচ্চাকাঙ্ক্ষী দেখছ বাইরের আম্রকানন,
তোর হাতের নাগালে বসে আছি আমি উদাস করিয়া মন।
মুখখানি লুকিয়ে রেখেছো তোমার হাত বলে সুন্দর তুমি,
ওই লাল ঘাস ফুল হয়ে জন্ম নিলে ধন্য হতাম আমি।