"এখন আমার ঘুম পাচ্ছে
মনে হচ্ছে অনন্ত ঘুমের
ঘোরে
তলিয়ে যেতে পারলে
বেঁচে যাই।"
--"তোমার আমার সাথে দেখা না
হয়ে
ঘুমপরীর সাথে দেখা হলে
ভাল হত।"
--"কেন! কেন??"
--"যত গভীর ঘুমে তলিয়ে
যেতে ততই তার
কাছাকাছি হতে। স্বপ্নের
ভেতর ঘর বানাতে দুজন।"
--"তুমি ঘুমপরী হলে না কেন?"
--"আচমকা তোমার ঘুম
ভেঙ্গে গেলে
তুমি যেন হতাশায় বিহ্বল
না হও।
স্বপ্ন ভঙ্গের বেদনা
তোমাকে যাতে না ছোঁয়।
তাই জেগে আছি তোমার
শিয়রে বেদনা ঘুচাব বলে।"
--"তোমাকে দেখে, তোমার সাথে কথা বলে
আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়
দুশ্চিন্তা দূরে পালায়, চাকরি নেই,  ভবিষতে কি হবে এরকম কিছুই ভাববার অবসর থাকে না
তোমার ছোঁয়ায় যেন আমি স্বর্গ সুধা পাই
তাই আমার ঘুম পেয়ে যায়।"
--"তুমি কবি হলেও পারতে"
--"হয়েছি ত, বলব কবিতা? "
--"বল হে কবি    কাহ্নু পা এর উত্তরসুরী, আমি কবিতাই শুনতে চাই"
---"ঘুমের ঘোরে তোমায় দেখতে পাই
      আমার চোখে ঘুমের নেশা তাই"