কথা ছিল নীল রঙা মেঘ
আর তুমি আমি
চিরকাল এ পৃথিবী, নদীতট,
পানাফুল
আর তুমি আমি
চিরকাল ঘুঘুর ডাক,অলস
অপরাহ্ন
আর তুমি আমি
আর আজ সেই কথা নাই
সে পৃথিবীও নাই
সে আমি কি আছি
সে তুমি কি আছ?
কথা নাকি ভেসে থাকে
আকাশে
তাই আমি কান পাতি
বাতাসে
বৃষ্টি ভেজা হাওয়াকে
শুধাই
শুনেছে কি সে সেই অমৃত
শ্লোকের স্বর
দেখেছে কি তারে সে
মেঘের ভিতর।