যদি আমি পড়ি ঢলে
চিরন্তন ঘুমের কোলে
অকালে
ওগো বালা, মেঘমালা
জড়িয়ে সাদা শাড়ি
ঢেকে রেখে মুখ কালো
শালে
সাশ্রু নয়নে আমার সামনে
তুমি এস না
শুধু তুমি তোমার মনের
কালো
আমার কবরের অন্ধকারে
মিশিয়ে
শুভ্র করে তোল তোমার মন
আর যেন না হয় লিখা
এ হেন দুঃখের কবিতা
যদি আমি পরি ঢলে
চিরন্তন ঘুমের কোলে
অকালে।