সেদিন গভীর ঘুমে আচ্ছন্ন
হয়ে হাঁটছিলাম
ইরাবতী, মধুমতি অথবা
বিপাশা
না হয়ত আরও কোন প্রাচীন
নদীর তীরে
হাঁটতে হাঁটতে
পৌছেছিলাম নদীর উৎসে
পাহাড় বেয়ে নামা ঝরনার
কলকল শব্দে চেয়ে দেখলাম
গলায় গুঞ্জার মালা,
খোঁপায় রক্তকরবী
ঝরনার জলে পা ডুবিয়ে
বসে এক নারী
পা ছুঁয়ে বহমান কলকল
ইরাবতী
কিংবা প্রেম যমুনার জল
তারপর একঝলক আলোয় ঝলসে
গেল চোখ
বজ্রের ডাকে ঘুম ভেঙ্গে
গেলে
জানালায় দেখি চেয়ে
রাস্তার ওধারে বিউটি
সোপের বিজ্ঞাপনে
বিলবোর্ডে লেপ্টে আছে
নারীর শরীর
নিচ দিয়ে  বহমান কলকল নর্দমার জল।