বহুদিন আগে একবার
দেখেছিলাম তসবির তার
দীঘল চুল তার আঁখি ডাগর
বনলতা উকি দিল মনের ভিতর
কহিনু তারে খুলি মনের কথা
ফিরাইয়া দিল মোরে উপেক্ষার ব্যথা
সেই থেকে সেই শোকে জমে আছে মন
তুলিয়া রেখেছি মন করিয়া যতন
এই মনে আর কারও হয়নি প্রবেশ
আজও তাই মন মোর রহিয়াছে বেশ
ভাসানের এই যুগে স্থির মন আমার
জানি আমি করেছিল কে মোর এই উপকার
উপকারী সে, তসবির দেখেছিলাম যার।